ওয়েব ২.০ কী?

ওয়েব ২.০ (Web 2.0) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি নতুন ধারাকে বোঝায়। এই ওয়েবসাইটগুলি এন্ড উইজারদের জন্য ইউজার-জেনারেট কনটেন্ট, ব্যবহারে সহজ, অংশগ্রহণমূলক সংস্কৃতি এবং ইন্টেরোপেরাবিলিটি (যেমন, অন্যান্য প্রোডাক্ট, সিস্টেম এবং ডিভাইসগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ) উপর জোর দেয়। []

 

প্রথম প্রজন্মের ওয়েব ১.০ ওয়েবসাইটগুলির প্যাসিভ পদ্ধতিতে কনটেন্ট দেখার জন্য সীমাবদ্ধ ছিল। নতুন ধারাটি গত দুই দশকে ব্যাপক প্রসার লাভ করেছে। এই ধারার মূল লক্ষ্য ওয়েবের সৃজনশীলতা, পারস্পরিক যোগাযোগ, নিরাপদ তথ্য আদান-প্রদান, সহযোগিতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি। এই নতুন ধারা ওয়েবে বেশ কিছু নতুন সাংস্কৃতিক ও কারিগরি কমিউনিটির জন্ম দিয়েছে। এর মধ্যে বিভিন্ন হোস্টিং সেবাও রয়েছে। এই নতুন কমিউনিটি ও সার্ভিসগুলির মধ্যে আছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা সোশ্যাল মিডিয়া সাইট (যেমন, ফেসবুক), ব্লগ, উইকি, ফোকসোনোমি (ওয়েবসাইট এবং লিঙ্কগুলিতে ‘ট্যাগিং’ কিওয়ার্ড), ভিডিও শেয়ারিং সাইট (যেমন, ইউটিউব), ইমেজ শেয়ারিং সাইট (যেমন, ফ্লিকার), হোস্ট করা সার্ভিস, ওয়েব অ্যাপ্লিকেশন (“অ্যাপস”), সহযোগিতামূলক কন্সাম্পশন প্ল্যাটফর্ম এবং ম্যাশআপ অ্যাপ্লিকেশন

২০০৪ সালে ও’রাইলি মিডিয়ার ওয়েব ২.০ সম্মেলনের পর থেকেই এই নতুন ধারাটি সম্পর্কে সচেতনতার সৃষ্টি হয়। [২][৩][] [৫] ওয়েব ২.০ এর মাধ্যমে ওয়েবের একটি নতুন সংস্করণের কথা বলা হলেও এটা আসলে নতুন কোন সফ্‌টওয়্যার প্লাটফর্ম বা কারিগরি বিষয়ে নতুন কোন প্রজন্মকে নির্দেশ করে না। অর্থাৎ কারগরি দিক দিয়ে ওয়েব আর ওয়েব ২.০ এর মধ্যে কোনই পার্থক্য নেই। পার্থক্য আছে ব্যবহার এবং উপযোগিতায়। অর্থাৎ ইতোমধ্যে বিদ্যমান সফ্‌টওয়্যারগুলো কীভাবে এবং কী উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে তার উপর ভিত্তি করেই ওয়েব ২.০ কে আলাদা করা হয়।

 

কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নার্স-লি প্রশ্নবিদ্ধ করেছেন ওয়েব ২.০ এর ধারণাকে। তিনি এ ধরনের পার্থক্যীকরণকে অমূলক বলেছেন। এ সম্পর্কে তার যুক্তি হলো, ওয়েব ২.০ শব্দটিকে যৌক্তিক উপায়ে ব্যবহার করা সম্ভব না। কারণ, ওয়েব ২.০-তে যে প্রযুক্তিগত উপাদানগুলি ব্যবহার করা হয় সেগুলো ওয়েবের প্রাথমিক দিনগুলো থেকেই ব্যবহৃত হয়ে আসছে।

 

 

  1. Wikipedia ‘Web 2.0’ https://en.wikipedia.org/wiki/Web_2.0
  2. Paul Graham (November 2005). “Web 2.0”. Archived from the original on 2012-10-10. Retrieved 2006-08-02. I first heard the phrase ‘Web 2.0’ in the name of the Web 2.0 conference in 2004.
  3. Tim O’Reilly (2005, Sptember 30), T., 2005. What is Web 2.0. Design Patterns and Business Models for the Next Generation of Software, p. 30
  4. Jonathan Strickland (2007, December 28)। “How Web 2.0 Works”। computer.howstuffworks.com। https://computer.howstuffworks.com/web-20.htm
  5. Darcy DiNucci (2011, November 10)। “Fragmented Future” (PDF)। Print। 53 (4): 32।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *