সফল হতে চায়লে নিজেকে ১০টি প্রশ্ন করুন

জীবনে সাফল্য কে না চায়! কেনা স্বপ্ন দেখে অনেক বড় হওয়ার! কিন্তু ক’জন পায়? একজন সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুঁজতে গেলে কয়েক লক্ষ কারণ আসতে পারে। তবে খেয়াল করলে দেখা যাবে, তার নিজের কাছে তার স্বপ্ন সম্পর্কে বেশকটা প্রশ্নের উত্তর নাই। সাফল্য আনে স্বপ্ন। কারণ, স্বপ্নপূরণের নামই সাফল্য। তাই নিজের স্বপ্ন নিজের কাছে পরিষ্কার থাকা দরকার। সফল হতে গেলে নিজের কাছেই কয়েকটি প্রশ্নের সোজাসাপটা উত্তর থাকা দরকার। আর সেটা করতে হলে নিজেকে এই ১০টি প্রশ্ন করুন। নিজের কাছেই নিজে জেনে নিন নিজের উত্তর।

১। আপনার জীবনের লক্ষ্যে কি? বা, কোথায় নিজেকে দেখতে চান?

২। মানুষ পরিচিত হয় কর্মের দ্বার – কাজেই মানুষ বেঁচে থাকে। লোকে আপনার কোন কাজের জন্য আপনাকে মনে রাখবে?

৩। জীবনের চলার জন্য অর্থসম্পদ অত্যান্ত গুরুত্বপূর্ণ – আপনি অনেক অনেক টাকা পেলে ঠিক কী কী করবেন?

৪। আপনার জীবনের এমন কোন গন্তব্য আছে যেখানে জীবনে একবার অন্তত যেতে চান? কোথায় আপনার সেই স্বপ্নের জায়গা?

৫। ভেবে রেখেছেন যদি আপনাকে নিয়ে সিনেমা তৈরি হয়, তখন কে আপনার চরিত্রে অভিনয় করবেন?

৬। ‘উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপনসিবিলিটি’ – আপনি সুপার পাওয়ার পেলে কী বদল ঘটাতে চান?

৭। ভালো করে ভেবে দেখুন তো – কোন বিষয়টাকে আপনি একেবারেই পছন্দ করেন না?

৮। আপনার জীবনে এমন কোন ব্যাক্তি রয়েছে যার সাথে অন্তত – একটা দিন কাটানো আপনার স্বপ্ন? কে সেই জন?

৯। উপহার পেতে কে না পছন্দ করে – তবে, এটা নির্ভর করে উপহারদাতার হাতে। তার পারেও নিজস্ব প্রত্যাশ তো অবশ্যই থাকে। কী সেই উপহার, জীবনে যা একবারের জন্য হলেও আপনি পেতে চান?

১০। ঠিক কী হলে আপনি নিজেকে সফল মনে করবেন? বা, কত দূর পৌছাতে পারলে নিজেকে সফল ভাববেন?

এবার এই ১০টা প্রশ্নরে উত্তরগুলো লিখে ফেলুন। প্রতিদিন সেই লেখাটা পড়ুন এবং ভাবুন সেটা অর্জন করতে আপনি কী কী করেছেন, একটা এগিয়েছেন, এখনও কী কী করা দরকার বাঁকি। আপনার কাছে আপনার এই ১০টা প্রশ্নের উত্তর থাকলে একদিন নিজের স্বপ্ন নিজে ছুঁতে পারবেনই পারবেন। আর সেদিনই আপনি সত্যিকারের সফল মানুষ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *