সিনেমা, গেম, ভিডিও সহ ভিজুয়াল মাধ্যমের প্রসার হবার কারণে থ্রিডি অ্যানিমেটর (3D Animator) একটি স্মার্ট পেশা।
কোনো অ্যানিমেশনকে যখন থ্রিডি (3D) তে রূপ দেওয়া হয় সেটাই থ্রিডি অ্যানিমেশন (3D animation)। একজন থ্রিডি অ্যানিমেটরের কাজ হল সফটওয়্যারের মাধ্যমে ভিডিও, সিনেমা ও গেমসহ বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লিকেশনের জন্য থ্রিডি অ্যানিমেশন ও গ্রাফিক্স তৈরি করা। এজন্য থ্রিডি অ্যানিমেটর কে স্টোরি-বোর্ড সাজানো থেকে শুরু করে ক্যারেক্টার মডেলিং আর প্রোডাক্ট মডেলিংসহ বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় জানতে হয় এবং দক্ষতার সাথে ব্যবহার করতে হয়। এছাড়া রেন্ডারিং আর এডিটিং বা লাইটিং এর প্রাথমিক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হয়। সুতরাং অ্যানিমেশন কাজ ভালো জানলে ক্যারিয়ারে দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু প্রচুর চাহিদা রয়েছে, এই সেক্টরে কাজের ক্ষেত্র হিসেবে চাইলেই আপনি বেছে নিতে পারেন আন্তর্জাতিক কিংবা লোকাল মার্কেটকে।
থ্রিডি অ্যানিমেটর কে?
একজন থ্রিডি অ্যানিমেটর ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে ভিডিও, সিনেমা ও গেমসহ বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লিকেশনের জন্য অ্যানিমেশন ও গ্রাফিক্স তৈরি করেন।
কাজের সুযোগ
একজন থ্রিডি অ্যানিমেটর শিল্প পরিচালক, কম্পোজিটিং আর্টিস্ট, স্টোরিবোর্ড আর্টিস্ট, গেম ডিজাইনার, ফ্যাশন ফিগার ডিজাইনার, থ্রিডি মডেল আর্টিস্ট, কি-ফ্রেম অ্যানিমেটর, লেআউট আর্টিস্ট, রিগ্গিং আর্টিস্ট, রেন্ডারিং আর্টিস্ট, অ্যানিমেটর, টেক্সচার আর্টিস্ট, ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনার, ডিজিটাল ইঙ্ক এবং পেইন্ট আর্টিস্ট হিসাবে কাজ করেন ভিডিও প্রোডাকশন ফার্ম/কোম্পানি, গেম ডেভেলপমেন্ট ফার্ম/কোম্পানি, সফটওয়্যার ফার্ম/কোম্পানি অথবা বিজ্ঞাপনী সংস্থায়। এছাড়া স্বাধীনভাবে কাজ এবং ভাল আয়ের জন্য ফ্রিল্যান্সিং করার সুযোগ আছেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে Freelancer.com, Fiverr, Upwork সহ বিভিন্ন মার্কেটপ্লেসে প্রতিদিন 3D Animation এর অসংখ্য কাজ আসে। তাই এই সেক্টরে কাজ শিখে আপনিও হতে পারেন দক্ষ অ্যানিমেটর।
থ্রিডি অ্যানিমেটর কী ধরনের কাজ করে থাকেন?
- অ্যানিমেশন ও গ্রাফিক্স তৈরির জন্য প্রাথমিক পরিকল্পনা তৈরি করা;
- পরিকল্পনা অনুযায়ী কোন কাহিনীর দৃশ্য ও চরিত্রসহ প্রয়োজনীয় বিষয়বস্তুর বাস্তবসম্মত মডেল বানানো;
- কাহিনীর সাথে মিল রেখে দৃশ্য ও চরিত্রগুলোকে অ্যানিমেটেড করা;
- অ্যানিমেশনের মান উন্নয়ন করা।
- উল্লেখ্য যে, ইন্ডাস্ট্রিভেদে থ্রিডি অ্যানিমেটরের দায়িত্ব আলাদা হয়। যেমন, গেম ডেভেলপমেন্টে আপনাকে এমন অ্যানিমেশন তৈরি করতে হবে যাতে প্লেয়ারের সিদ্ধান্ত অনুযায়ী অ্যানিমেশনে তাৎক্ষণিক পরিবর্তন আসে।
একজন থ্রিডি অ্যানিমেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতা: সাধারণত মাল্টিমিডিয়া ডিজাইনে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন হয়। তবে পোর্টফলিও বা কাজের অভিজ্ঞতা থাকলে প্রাতিষ্ঠানিক শিক্ষার যোগ্যতা শিথিল করা হতে পারে।
একজন থ্রিডি অ্যানিমেটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
কম্পিউটার ডিজাইনের বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকা আপনার জন্য আবশ্যক। যেমন:
- Adobe After Effects
- Adobe Premiere
- Autodesk 3ds Max
- Autodesk Maya
- Blender
- Cinema 4D
পাশাপাশি দরকার –
- স্টোরিবোর্ডিং বা কাহিনী অনুযায়ী সঠিকভাবে দৃশ্য সাজানোর দক্ষতা
- সিনেমাটোগ্রাফি ও লাইটিং সম্পর্কিত ধারণা
- মানুষ ও অন্যান্য প্রাণীর অভিব্যক্তি ও নড়াচড়া পর্যবেক্ষণ করার ক্ষমতা
এর বাইরে আপনার থাকতে হবে –
- সৃজনশীলতা
- রঙ তত্ত্ব, চিত্রায়ন এবং রেন্ডারিং সহ শক্তিশালী শৈল্পিক ক্ষমতা।
- যোগাযোগের দক্ষতা
- দলগত কাজে দক্ষতা
- পুরানো এবং নতুন কম্পিউটার প্রোগ্রামগুলিতে গভীর আগ্রহ।
- একাধিক প্রকল্প পরিচালনা করার ক্ষমতা।
- সর্বশেষ শিল্প মান এবং কম্পিউটার প্রোগ্রামের সাথে তাল মিলিয়ে চলার ইচ্ছা এবং ক্ষমতা।
কোথায় শিখবেন থ্রিডি অ্যানিমেশন?
সরাসরি থ্রিডি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করার সুযোগ আমাদের দেশে সীমিত। তবে মাল্টিমিডিয়া ডিজাইনের শিক্ষার্থীরা এ বিষয়ের উপর কাজ শেখার সুযোগ পান। এমন কিছু ডিগ্রি ও কোর্স হলো:
- বিএ (অনার্স) – গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি
- বিএসসি – মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি, ড্যাফোডিল ইউনিভার্সিটি
- ব্যাচেলর অফ ফাইন আর্টস, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ
- বাংলাদেশ কোরিয়া ইন্সটিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (BKIICT) পরিচালিত ‘3D Modeling & Animation’ ও ‘2D Modeling, Animation & Effects’ শর্ট কোর্স
আয়রোজগার
প্রতিষ্ঠান ভেদে আয় ভিন্ন হয়। সাধারণত কাজের শুরুতে মাসে ৳১৫,০০০ –৳২০,০০০ বেতন পাবেন। অভিজ্ঞতার সাথে আয়ও পারবে। এ পেশায় দক্ষতা থাকলে লক্ষাধিক টাকা উপার্জন করা সম্ভব।
ক্যারিয়ার গ্রাফ
বর্তমানে সিনেমা, টেলিভিশন ও গেম ডেভেলপমেন্টের প্রসার বড় হবার কারণে থ্রিডি অ্যানিমেটরদের চাহিদাও অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। তবে গতানুগতিক পদোন্নতি তাদের জন্য খুব একটা প্রযোজ্য হয় না। বরং প্রজেক্টের ভিত্তিতে আপনার দায়িত্ব ও পদবী নির্ধারিত হবে। শীর্ষ পর্যায়ে অ্যানিমেশন টিমের প্রধান বা ডিরেক্টর হিসাবে নিযুক্ত হবেন।
Leave a Reply